সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা । আজ সকাল ৭ :৩০ নাগাদ কলকাতা থেকে হাওড়াগামী একটি ট্যাঙ্কার টোল প্লাজার ৯ নম্বর লেনে একটি লরির পিছনে প্রথমে ব্রেক ফেল করে ধাক্কা মারে । এরপর ওই ট্যাঙ্কারের পিছনে একটা লরি এবং লরিটির পিছনে থাকা গাড়ি পরপর ধাক্কা মারে ।
মোট ৪ টি গাড়ি দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ৩ জন। আহতদের এসএসকেএম-এ এবং অন্য হাসপাতালে ভর্তি করে হেস্টিংস থানার পুলিশ।
ওই ট্যাঙ্কারটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার এর ৫ এবং ৯ নম্বর লেনে যান চলাচল ব্যাহত হয় । পুলিশ ৪ টে গাড়িকে ক্রেনের সাহায্যে সরিয়ে নেওয়ার পরে স্বাভাবিক হয় যান চলাচল ।
…AG