-Advertisement-

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক মহিলার দুর্গাপুরে:

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ : আবারও করোনার থাবা শিল্পনগরী দুর্গাপুরে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর ৩৮ এর এক মহিলার। এর আগে করোনায় আক্রান্ত হয়ে ৬৩ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল। গত শুক্রবার দুর্গাপুর থানা এলাকার বেনাচিতির বাসিন্দা ওই মহিলার করোনা সংক্রমণ এর কারনে মৃত্যু হয়। বেশ কয়েকদিন ধরে তিনি জ্বর , সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

-Advertisement-

করোনা সন্দেহে তাঁর লালারস পরীক্ষা করানো হয়। গত ২রা আগস্ট তার করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। তাঁকে কাঁকসার মলানদিঘিতে কভিড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গতকাল রাত প্রায় সাড়ে আটটা নাগাদ কভিড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই মহিলার মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকেরা তিনটি কারণ দেখিয়েছেন, সেপটিক শক , দুই কভিড 19 নিউমোনিয়া এবং টাইপ 2 ডায়াবেটিক। দুর্গাপুর শহরব্যাপী লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । কিন্তু মানুষের মধ্যে সচেতনতার অভাব স্পষ্ট । বাজার-হাট খোলা মাত্রই সামাজিক দূরত্বকে শিকেয় তুলে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-