সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের হেতালখালীর গঙ্গার ধার থেকে উদ্ধার বিশালাকৃতির বিরল প্রজাতির একটি কচ্ছপ। কচ্ছপটির আনুমানিক ওজন প্রায় কুড়ি কেজির মতন। প্রতিদিনের মত আজও সত্যজিৎ সিং নামে স্থানীয় একজন মৎস্যজীবী গঙ্গায় মাছ ধরতে গিয়ে তার জালে ধরা পড়ে এই কচ্ছপটি। বিশালাকার কচ্ছপটি দেখতে আশেপাশের বহু মানুষ ভিড় জমান। খবর দেয়া হয় মহেশতলা থানায়। আপাতত মহেশতলা থানা তাদের নিজেদের হেফাজতে কচ্ছপ টিকে রাখলেও আজ সন্ধ্যে বেলায় বনদপ্তর মহেশতলা থানা থেকে কচ্ছপটি সংগ্রহ করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের হেতালখালীর গঙ্গার ধার থেকে উদ্ধার বিশালাকৃতির বিরল প্রজাতির একটি কচ্ছপ –
-Advertisement-