সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দিঘায় ইলিশের দেখা পাওয়া গেলেও কিনতে সাধারণ মানুষের নাগালের বাইরে।
বেশ কয়েকটি ইলিশ বোট ফিরেছে সমুদ্র থেকে মৎস শিকার করে। চাহিদা মত ইলিশের তেমন দেখা নেই। সব মিলিয়ে গত দুদিনে প্রায় দেড়টন ইলিশ দীঘা মোহনায় উঠলো। তবে চাহিদার তুলনায় বেশি না হলেও আকারে ওজনে যথেষ্ঠ আশানুরূপ। ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ উঠেছে দিঘার মৎসজীবিদের জালে। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দামেও যথেষ্ঠ আকাশ ছোঁয়া।
৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০-৮০০ টাকা, ৮০০ গ্রাম-১ কেজি ওজনের ইলিশ ১০০০-১২০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ২০০০-২২০০ টাকা দরে বিকোচ্ছে । তবে দীর্ঘ দিন ধরেই ইলিশ এর দেখা ছিলনা। আজ খানিকটা ইলিশ ওঠার খবর পূর্ব ভারতের বৃহত্তম মৎস নিলাম কেন্দ্র দিঘা মোহনায় দেখা দিয়েছে। এইদিন ১০টি ফিসিং বোট ঠেকেছে দিঘা মোহনায়। এক কালীন অনেকগুলি বোট ঠেকলে আরো বেশি আমদানি হবে ইলিশের বলে আশা করছে মৎস জীবিরা।