সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বেহালা মিনি ট্রাক, টেম্পো, রিক্সা, স্কুলভ্যান, চালাভ্যান ও হকার্সে যুক্ত যারা তাদের কে ডায়মন্ডহারবার রোড হকার্স এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই সংস্থা দ্বয়ের সভাপতি শক্তি মন্ডলের পরিচালনায় দুঃস্থ ১০০০ জন শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট যেমন চাল ডাল আলু পেঁয়াজ সয়াবিন ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।
শক্তি বাবু জানালেন আজ একহাজার শ্রমজীবী মানুষদের হাতে খাদ্য সামগ্রী ও মাস্ক তুলে দেওয়া হলো। এর আগে দু’বার এই ধরনের কর্মসূচি নেওয়া হয়। করোনা আবহে লকডাউন চলছে একারনে হকার্স ভাইদের আয় প্রায় বন্ধ সেজন্য সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রয়াস।