সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বৃহস্পতিবার সাতসকালে বালির ঘোষপাড়ায় পরিযায়ী পাখির ছবি তুলতে নিজেই হাজির হয়ে যান বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন(রাজা)। এবার আর রাজনীতির ক্ষেত্র হিসেবে নয় এদিন বিধায়ক এসেছিলেন পক্ষীপ্রেমী হিসাবে। সকাল সকাল প্রফেশনাল ফটোগ্রাফারের মতো লেন্স হাতে করে রেললাইনের পথ হেঁটে বালি ঘোষপাড়া ঝিলে পৌঁছে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে নেমে পড়েন ছবি তুলতে।
আমেরিকান উড ডাক এই পাখিটি ইতিমধ্যেই ঘোষপাড়ার ঝিলে ছয় থেকে সাত দিন ধরে ঘোরাফেরা করছে।
হাজার হাজার মানুষ, পক্ষীপ্রেমী থেকে শুরু করে ফটোগ্রাফাররা ঝিলের ধারে সকাল থেকে এসে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন। একইভাবে এদিন বাগনানের বিধায়ক অরুণাভ সেন ক্যামেরা হাতে পাখির ছবি তুললেন।