সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : আজ ১৫ই আগস্ট দুপুরে বেহালা ম্যান্টন মোড়ে একটি পতাকা উত্তোলন অনুষ্ঠানে, বেহালা থানার পুলিশ বিনা প্ররোচনায় একতরফাভাবে ভারতীয় জনতা পার্টির তিরঙ্গা যাত্রায় রাজ্যের সম্পাদিকা শর্বরী মুখার্জী ও দক্ষিণ কলকাতা জেলার সাধারণ সম্পাদক সঞ্জু দাশগুপ্ত , দক্ষিণ কলকাতা জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা গার্গী বিশ্বনাথনসহ তেইশ জন সংগঠককে গ্রেপ্তার করে।
“জমায়েতের কোনো রাজনৈতিক পরিচয় না থাকা স্বত্তেও পুলিশ যেভাবে ওনাদের গ্রেপ্তার করল, মনে হচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের দিন দেশের পতাকা তোলাও পাপ” – জানান বিজেপি সমর্থক রা ।
…AG