সংবাদ ভাস্কর নিউজ :বুদবুদ থানার অন্তর্গত রণডিহায় একটি সাত বছরের শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে | স্থানীয় সূত্র থেকে জানতে পরাগেছে যে , বুদবুদের রণডিহায় বসবাসকারী মৃত ওই শিশুটির নাম সানি বাগদি |
গত শুক্রবার থেকে মৃত ওই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা | যার ফলে শিশুটির পরিবারের লোকেরা স্থানীয় বুদবুদ থানায় একটি লিখিত অভিযোগও জমা দিয়েছেন | রবিবারে সকালে ওই এলাকারই একটি খালে এলাকাবাসীরা হঠাতই বস্তাবন্দি সন্দেহজনক কিছু দেখতে পায় , তড়িঘড়ি তারা খবর দেয় বুদবুদ থানায় |
তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ এসে ওই বস্তাটিকে উদ্ধার করে দেখে যে বস্তার মধ্যে সাত বছরের নিখোঁজ শিশুটির মৃতদেহ | এই ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় | কে বা কিভাবে ওই শিশুটিকে হত্যা করেছে সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ |
তবে মৃত ওই শিশুটির পরিবারের লোকেরা প্রাথমিক ভাবে সন্দেহ বশত তাদেরই পরিবারের এক সদস্যের নাম পুলিশের কাছে জানিয়েছে | এই ঘটনার জেরে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে , উত্তেজনা নিয়ন্ত্রণের জন্যে |