সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। রবিবার রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি তিনি জানিয়েছেন আমার মাথা নিচু হয়েছে। কোন রাজ্যে আগে কখনো এমন হয়নি সেটা এই রাজ্যে হয়েছে। কারণ স্বাধীনতা দিবসের দিন রাজনৈতিক হিংসা ঘটনা ঘটেছে। সেটা জাতীয় পতাকা উত্তোলন করাকে কেন্দ্র করে। পাশাপাশি স্বাধীনতা দিবসের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী কে আমন্ত্রণ করলেও তিনি আসেননি এটা গণতন্ত্র বিরোধী নয়। দেশের আইন ব্যবস্থাকে অবমাননা করা।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্র ও রাজ্যের সঙ্গে সংঘাত থাকলে কি করে রাজ্যের উন্নতি হবে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রেখেই রাজ্যের উন্নতি করতে হবে। পাশাপাশি প্রশাসনিক কর্তাদের প্রশ্ন আপনারা রাজনৈতিক সেবক না জনতার সেবক।