সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : লকডাউনেই রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হয়। কথা ছিল ১৫ এপ্রিল সামাজিক বিবাহ সম্পন্ন করবেন টলিউডের এই বাঙালি অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের কারণে লকডাউনের জেরে তা বাতিল হয়। এরই সুখবর দিলেন অভিনেত্রী। স্বামী কুণাল বর্মার সঙ্গে অন্তরঙ্গ ছবিতে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে।
কুণাল বর্মার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ”এই সময়টাতে আমাকে এত প্রশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ, এই সময়ে এটাই বেশি প্রয়োজন।” ক্যাপশানে লিখেছেন, #soontobemommy #soontobepapa #soontobeparents @kunalrverma
পূজা জানিয়েছেন, করোনার কারণে সামাজিক বিয়ে সম্ভব হয়নি। তবে সন্তান জন্মের পর সামাজিক বিয়ের অনুষ্ঠান করা হবে। পূজা ও কুণালের রেজিস্ট্রি বিয়ের অনুষ্ঠানে শুরুমাত্র তাঁদের দুজনের পরিবারের লোকজনই উপস্থিত ছিলেন। তবে বিয়ের জন্য টাকা সমস্ত টাকা করোনা তহবিলে দান করার কথাও জানান পূজা ও কুণাল।
সৌজন্যে : BBP News