সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সম্প্রতি যেটা জানা গিয়েছিল , সবকিছু ঠিকঠাক থাকলেই সেপ্টেম্বর মাসের শেষের দিকে মা হতে পারেন অভিনেত্রী শুভশ্রী । এরকম একটি পরিস্থিতির সময় , এল দুঃসংবাদ । এবার করোনা পজিটিভ হলো রাজ চক্রবর্তী । রাজের করোনা রিপোর্ট পজেটিভ আসা মাত্রই অভিনেত্রী শুভশ্রীর স্বাস্থ্য নিয়ে বেড়েছে উদ্বেগ । সূত্রের খবর : শুভশ্রীরও করোনা পরীক্ষা করানো হয়েছে কিন্তু এখনো অব্দি হাতে করোনা রিপোর্ট এসে পৌঁছায়নি ।
রাজ সম্প্রতি নিজের প্রোডাকশন হাউসে যাতায়াত শুরু করেছিলেন এই করোনা আবহের মধ্যে । উনি অফিসের অন্যান্য কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেন । কিন্তু যে করেই হোক রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত হয়ে গেলেন ।