সংবাদ ভাস্কর নিউজ : দুর্গাপুর শহরের আশীষ নগর এলাকায় জলে বিষ মিশিয়ে প্রায়শই রাতের অন্ধকারে অন্য এলাকা থেকে প্রতিদিনই বেশ কিছুদিন ধরে একদল লোক ঠিক রাত ১০ টা থেকে ১১ টার মধ্যে নৌকা নিয়ে সাথে মাছ ধরার জাল নিয়ে এসে নদীতে চলে গিয়ে জলে বিষ মিশিয়ে একসাথে বিপুল পরিমান মাছ ধরে ওই এলাকা থেকে চম্পট দিতো |

যার ফলে ওই এলাকার স্থানীয় বাসিন্দা যারা কিনা ওই জায়গা থেকেই প্রতিদিন মাছ ধরে জীবনধারণ করে , তারা ক্রমশই মাছ ধরতে না পেরে একপ্রকার বেরোজগার হয়ে পড়ছে |
এদিন দূর্গাপুরে কোক ওভেন থানার অন্তর্গত আশীষ নগরে ওই অন্য এলাকা থেকে মাছ চুরি করতে আসা দুজন ব্যক্তিকে স্থানীয় অধিবাসীরা মাছ ধরার সময় আটক করে ফেলে | এই ঘটনার খবর পেয়ে স্থানীয় কোক ওভেন থানার পুলিশ আশীষ নগরে ঘটনাস্থলে পৌঁছায় |
কিন্তু ওই এলাকার স্থানীয় মানুষ আটক করা ওই দুজন ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করে | এর ফলে কোক ওভেন থানার পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায় আটক করা ওই দুজন ব্যক্তিকে না নিয়ে |
কিন্তু স্থানীয় মানুষদের অভিযোগ যে যতক্ষণ পর্যন্ত না স্থানীয় রাজনৈতিক দলের নেতারা এসে সমস্যার সমাধান করছে , ততক্ষন পর্যন্ত এই চোর সন্দেহে দুজন ব্যক্তিকে কোনো মতেই ছাড়া যাবেনা | এই ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয় |