সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : রায়গঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যাক্তির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপার চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের আদিয়ার গ্রামে। গৃহবধূর ওই ব্যাক্তির বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক।
জানা গেছে, রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের আদিয়ার গ্রামের বাসিন্দা এক মহিলা তার দুই ছেলেকে নিয়ে থাকতেন। তার স্বামী বছর দুয়েক আগে দিল্লিতে শ্রমিক কাজ করতে যান। ওই গৃহবধুর অভিযোগ, গতকাল রাতে ছেলেরা বিয়ে বাড়িতে গিয়েছিল। ঘরে লাইট জ্বালিয়ে শুয়ে ছিলাম। রাত সাড়ে ১২ টার নাগাদ স্থানীয় এক ব্যক্তি ঘরে ঢুকে ধর্ষণ করে বলে অভিযোগ। এবং ফোন নিয়ে সে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপার চাঞ্চল্য ছড়িয়ে পরে। বৃহস্পতিবার সকালে মহিলা ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ি গিয়ে প্রতিবাদ জানাতে গেলে উল্টে পরিবারের সদস্য মহিলাকে মারধোর করে বলে অভিযোগ। অভিযুক্তর বিরুদ্ধে মহিলা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সৌজন্যে – NEWS 18 bangla