সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দেশের মধ্যে সেরার সেরা সম্মান পেল মমতার গ্রিভান্স সেলের ‘ই-সমাধান’ ।
স্কচ ফাউন্ডেশনের তরফে মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও)-এর গ্রিভান্স সেল ‘ই-সমাধান’কে তাদের সর্বোচ্চ পুরস্কার ‘স্কচ প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড’ দেওয়া হয় ।
এর আগেও কন্যাশ্রী প্রকল্প শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । দেশের মধ্যে অন্তত চার হাজারেরও বেশি মনোনয়ন জমা পড়েছিল এ বারের স্কচ পুরস্কারের জন্য।
এবং তার মধ্যে শ্রেষ্ঠত্বের সম্মান পেল পশ্চিমবঙ্গ সরকারের গ্রিভান্স সেলের ‘ই-সমাধান’ ।
নবান্ন সূত্রে জানা গিয়েছে : এই গ্রিভান্স সেলের এখনো পর্যন্ত প্রায় ৯৫ শতাংশেরও বেশি (প্রায় ৮ লক্ষ ১৬ হাজার) নাগরিক-অভিযোগের সুরাহা করা হয়েছে ।
দেশে কোনও অসামান্য প্রকল্প বা প্রচেষ্টাকে প্রতি বছরই স্বীকৃতি দেয় স্কচ ফাউন্ডেশন ।
সাধারণ মানুষের নানা অভিযোগের সুরাহার লক্ষ্যে উদ্যোগের জন্য শ্রেষ্ঠত্বের সম্মান পেল পশ্চিমবঙ্গ সরকার –
-Advertisement-