-Advertisement-

করোনার আবহে শুটিং শুরু হতে না হতেই আবারো জট টেলিপাড়ায়, বন্ধ শ্যুটিং –

পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : টলিপাড়ায় আবারো ধারাবাহিকের শুটিং বন্ধ হল । এইবার করোনার জন্য শুটিং বন্ধ নয় , বন্ধ হল বেতনের দাবিতে । ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে বাংলার চারটি চ্যানেলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়, লকডাউনে কাজ বন্ধ থাকলেও টেকনিশিয়ানদের টাকা দেবে চ্যানেল কর্তৃপক্ষ।
মানবিকতার খাতিরেই এমন সিদ্ধান্ত হয় । স্টার জলসা তাদের কথা রাখলেও জি বাংলা আর সান বাংলা কথা রাখেনি। শুক্রবার ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ফোনে বলেন, ‘চার বার টাকা মেটানোর তারিখ দিয়েও ব্যর্থ হয়েছে এই দুই চ্যানেল ।
টেকনিশিয়ানরা জানিয়েছেন, একটা চূড়ান্ত তারিখ না জানতে পারলে, কাজ করা সম্ভব নয়। বেশিরভাগ ধারাবাহিকের সঙ্গে যুক্ত টেকনিশিয়ানরা কোভিড ইনশিওরেন্সের কাগজ হাতে পাননি এখনও। ৩ অগস্টের মধ্যে সেটা না পেলে, সব শুটিং বন্ধ করার কথা ভাবতে হবে’। অন্যদিকে টলিউডের প্রযোজকরা এই ঘটনায় ক্ষুব্ধ।

-Advertisement-

এক প্রযোজকের বক্তব্য, ‘আমি এমন ঘটবে জানতাম না। তাই শুক্রবার শুটিং রেখেছিলাম। সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে যে আর্থিক ক্ষতি হল, তার ভার কে নেবে?’। রানি রাসমণির শ্যুটিং আজ হয়নি। সেটে এসে সবাই জানতে পারেন আজ শ্যুটিং বন্ধ। তেমন ভাবে যবুনা ঢাকি, কাদম্বিনী একটি সিরিয়ালেরও শ্যুটিং হয়নি।
পুরো ব্যাপারটা নিয়ে জট খোলার চেষ্টা চলছে আলোচনার মাধ্যমে ।

Share this page:

Leave a Reply

Your email address will not be published.

-Advertisement-