সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : লকডাউন চলছে,আনলকও চলছে। করোনার আবহে সামাজিক দূরত্বের কথা বলে পিছনের দরজা দিয়ে একে একে তাদের গোপন এ্যাজেণ্ডাগুলোকে বলবৎ করে চলেছে আর.এস.এস নির্দশিত বিজেপি সরকার। খনি বেচে,কয়লা বেচে, রেল বেচে, ব্যাঙ্ক বেচে, কারখানা বেচে, বিমান পরিসেবা বেচে এবার বেচতে চলেছে শিক্ষা।
শিক্ষার বেসরকারীকরণ, ধর্মীকরন,বানিজ্যিকীররনের পক্ষে দাঁড়িয়ে প্রনয়ন করছে নয়া শিক্ষানীতি। নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে মেধা, স্বাধীন চিন্তার গবেষনা, উচ্চ শিক্ষা – এই অভিযোগ তুলে আজ বিধাননগর হাডকো মোড়ে এস.এফ.আই এর নেতৃত্বে জমায়েত ও মিছিল করে ছাত্র-ছাত্রীরা। মিছিল শেষে পাম্পহাউস মোড়ে পোড়ানো হয় নয়া শিক্ষানীতির প্রতিলিপি।
দুর্গাপুরে ছাত্রদের বিক্ষোভ কেন্দ্রের নয়া শিক্ষানীতির প্রতিবাদে –
-Advertisement-