-Advertisement-

দুর্গাপুর শিল্পাঞ্চলের বিশিষ্ট চিত্র সাংবাদিক দীপক গুরুঙ্গের মৃত্যুদিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি –

দুর্গাপুর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দুর্গাপুর শিল্পাঞ্চলে এক অতি পরিচিত নাম দীপক গুরুং | চিত্র সাংবাদিকতায় তার সুনিপুন কর্মদক্ষতার বিষয়ে সমগ্র দুর্গাপুরবাসী অবগত | শুক্রবার অর্থাৎ ৩১ শে জুলাই ছিল তার মৃত্যু বার্ষিকী | দুর্গাপুরের সাংবাদিক মহলের পক্ষ থেকে প্রয়াত এই চিত্র সাংবাদিককে শ্রদ্ধাঞ্জলি ও একইসাথে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে | এই রক্তদান শিবিরে দুর্গাপুরের সাংবাদিক মহলের বহু সাংবাদিক ও একইসাথে অনেক সাধারণ মানুষেরাও স্বেচ্ছায় রক্তদান করেছেন |

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-