-Advertisement-

২০২১ বিধানসভা নির্বাচনে মুকুল রায়ই সেনাপতি , বিতর্ক উড়িয়ে সাফ জবাব বিজেপি সাংসদের –

পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : কোনও বিবাদ নেই বিজেপিতে। কোনও বিতর্কও নেই। মুকুল রায়কে নিয়ে যাবতীয় রটনা সংবাদমাধ্যমের মন গড়া। মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। তাঁর নেতৃত্বেই বিজেপি ২০২১ নির্বাচনে লড়বে বলে সাফ জানিয়ে দিলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। এক সাক্ষাৎকারে তিনি বিজেপি নেতা মুকুল রায়কে নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটান।
বিজেপি সাংসদ মনে করেন, মুকুল রায় একজন বড়মাপের নেতা। তাঁকে অনুমান করা এত সহজ নয়। তাই মনগড়া গল্প তৈরি করছে মিডিয়া। মুকুল রায় যেমন বিজেপিতে রয়েছেন, তেমনই থাকবেন। তিনি বিজেপির হয়ে পরিকল্পনা তৈরি করছেন। আসন্ন নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয় ছিনিয়ে আনাই আমাদের লক্ষ্য।
জগন্নাথ সরকার বলেন, আমরা আদর্শ নিয়ে দল করি। আমাদের দলে শুধু একটা খুঁটি্ নয়, অনেকে রয়েছেন। তাই মতপার্থক্য থাকতেই পারে। এছাড়া কোনও কোন্দল নেই আমাদের দলে। মুকুল রায়ই আসন্ন বিধানসভা লড়াইয়ে আমাদের সেনাপতি। তাঁর হাতেই তৃণমূল সৃষ্টি হয়েছিল, আর তাঁর হাতেই ধ্বংস হবে তৃণমূল ।
রানাঘাটের সাংসদের কথায়, বাংলায় আমরা ২০০-র মতো আসন পাবো। এটা নিশ্চিত যে, ২০০-র আশেপাশে থাকবে বিজেপির আসন। বিজেপি ক্ষমতায় আসছে তা একপ্রকার পরিষ্কার হয়েই গিয়েছে। এখন আসন সংখ্যা কত বাড়ে সেটাই দেখার। বাংলার মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, তাতে বিজেপির প্রাপ্ত আসন ২০০-র বেশি হলেও আমরা অবাক হব না।
বিজেপির দিল্লির বৈঠকে দিলীপ ঘোষ রিপোর্ট পেশ করেছিলেন বাংলায় বিজেপির ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা তারা অন্ত ১৯০ আসন পাবেন। ফলে তৃণমূলের বিদায় নিশ্চিত। এই অবস্থায় মুকুল রায় তার প্রতিবাদ করে জানান, যতটা সহজ ভাবা হচ্ছে, বাংলা দখল ততটা সহজ নয়। তা নিয়েই মতপার্থক্য দেখা দেয়।
এবার রানাঘাটের সাংসদও দিলীপ ঘোষের কথার পুনরাবৃত্তি করলেন। তিনিও জানালেন ২০০-র কাছাকাছি আসন পাবে বিজেপি। তবে মুকুল রায়ের মত পার্থক্যকে তিনি বিশেষ গুরুত্ব দিতে রাজি নন। তাঁর সাফ কথা বড় দলে মতপার্থক্য থাকবে। এটাই স্বাভাবিক। তারপর গঠনগত আলোচনা হলে দ্বিমত হতেই পারে।

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-