সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : শনিবার আসানসোলের বাসস্ট্যান্ড এ ওয়াটার এটিএমের উদ্বোধন করা হয় | এই ওয়াটার এটিএমের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক | রাজ্যের যেসমস্ত এলাকায় জনসমাগম অধিক হয় , সেই সমস্ত এলাকায় কারিগরী দফতরের সহায়তায় ওয়াটার এটিএম বসছে | এই বিষয়ে জনস্বাস্থ্য কারিগরী দফতর জানিয়েছে , এই ওয়াটার এটিএম থেকে প্রতি ঘন্টায় প্রায় ১৫০ লিটার জল পিউরিফাই হবে | যেই ব্যক্তি এই ওয়াটার এটিএমের তত্ত্বাবধানে থাকবে সেই এই মেশিনের দেখাশুনা করবেন | এমনকি ওই ব্যক্তিই টাকা নেবেন | জনস্বাস্থ্য কারিগরী দফতর থেকে জানা গেছে , আসানসোল বাসস্ট্যান্ড কোর্ট বাজার ও কাজী কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এই ওয়াটার এটিএম বসবে | এই ওয়াটার এটিএম থেকে পরিস্রুত ঠান্ডা পানীয় জল পাওয়া যাবে যার এক লিটারের মূল্য ধার্য করা হয়েছে ২ টাকা |
উদ্বোধন হলো ওয়াটার এটিএম আসানসোলে –
-Advertisement-