-Advertisement-

দীর্ঘদিন বেহাল দুর্গাপুরের কাদা রোডের সার্ভিস রোডটি , প্রতিবাদে বিক্ষোভ সিপিআইএমের –

দুর্গাপুর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে খুবই বেহাল অবস্থায় একপ্রকার সংস্কার এর অভাবে পরে দুর্গাপুরের কাদারোডের ২ নম্বর জাতীয় সড়কের পাশের সার্ভিস রোডটি | সচরাচর এই রাস্তাটিকে দেখলে বোঝা দায় যে এটা রাস্তা না ছোটোখাটো একটা পুকুর | গ্রীষ্ম হোক বা বর্ষা সর্বত্রই প্রায় এক হাঁটু জল জমে ওই রাস্তাটির উপর | আর বর্ষার সময় তো কোনও কথাই নেই , একপ্রকার সাঁতার কেটে যাওয়ার মতন উপক্রম হয় |

-Advertisement-

এছাড়াও দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি বেহাল অবস্থায় সংস্কারহীন ভাবে পরে থাকার জন্য কাদা রোডের ঠিক ওই জায়গাটিতেই ইতিপূর্বে একাধিক বার বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে , একইসাথে দুর্ঘটনায় প্রাণহানী হয়েছে বহু মানুষের | কিন্তু স্থানীয় প্রশাসন ও একইসাথে ন্যাশনাল হাইওয়ে অথোরিটি দেখেও না দেখার ভান করে রয়েছে | তারই প্রতিবাদে সিপিআইএমের পক্ষ থেকে এদিন কাদারোডের ওই এলাকায় বিক্ষোভ কর্মসূচি করা হয় | একই সাথে এদিন সিপিআইএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই রাস্তাটি যদি না অবিলম্বে মেরামত না করা হয় , তবে ভবিষ্যতে এই আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি আরও বৃহৎ আকারে করা হবে |

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-