সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আন্তর্জাতিক আগমনকারীদের জন্য একটি সংশোধিত নির্দেশিকা জারি করেছে, যেখানে ৮ আগস্ট থেকে ভারতে যাত্রীরা কোভিড -19 পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে পারলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এড়িয়ে যেতে পারেন ।
গাইডলাইন অনুসারে, এই পরীক্ষাটি যাত্রা শুরুর আগে 96 ঘন্টার মধ্যে করা উচিত তবেই রিপোর্ট গ্রহণযোগ্য হবে ।
ভ্রমণকারীরা আগমনের সময় নেগেটিভ রিপোর্ট , আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট জমা দিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারানটাইন থেকে ছাড়ও চাইতে পারেন যাত্রীরা । এই পরীক্ষাটি যাত্রা শুরুর আগে 96 ঘন্টার মধ্যে করতে হবে । বিবেচনার জন্য পরীক্ষার রিপোর্টটি “www.newdelhiairport.in” পোর্টালে আপলোড করতে হবে , “নির্দেশিকাতে বলা হয়েছে ।
এখন পর্যন্ত, সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের নিজের খরচে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিন বাধ্যতামূলক করতে হবে, তারপরে বাড়িতে সাত দিনের হোম আইসোলেশন এ থাকতে হবে ।
…AG