-Advertisement-

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উখড়ায় সেলুন ও বিউটি পার্লার কর্মীদের করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ :

বর্ধমান শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ : করোনা সংক্রমণ সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে দিনের পর দিন তীব্র গতিতে বেড়ে চলেছে , সেই ছোঁবলে বাদ যায়নি এ রাজ্যও | প্রত্যেক দিনই পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলা থেকে করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে | একইসাথে বৃদ্ধি পাচ্ছে দেশব্যাপী করোনায় মৃত্যুর হার | তাই সর্বত্রই সাধারণ মানুষ এই বিষয়ে একপ্রকার আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে |

-Advertisement-

এই করোনা সচেতনতার কথা বিশেষভাবে মাথায় রেখেই পশ্চিম বর্ধমানের উখড়ায় ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরামের পক্ষ থেকে উখরা ও তার পার্শবর্তী এলাকায় আনুমানিক ১০০ জন সেলুন ও বিউটি পার্লার এ কর্মরত কর্মীদের মধ্যে ফেস মাস্ক , ফেস শিল্ড , হেড ক্যাপ ও স্যানিটাইজার দেওয়া হয় | সাধারণ মানুষ যাতে সচেতনতার সাথে সেলুন ও পার্লারে গিয়ে পরিষেবা নিতে পারে সেই জন্যই এই বিশেষ উদ্যোগ এই সংস্থার | ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরামের এইরূপ কর্মসূচিকে স্বাগত জানিয়েছে ওই এলাকার স্থানীয় মানুষজন |

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-