সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর উদ্যোগে, আজ ৩রা আগস্ট ২০২০ সোমবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন এবং মাস্ক পরো অভিযান পালন করা হলো। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, আলিপুর দক্ষিণ ২৪ পরগনা জেলায় অনুষ্ঠানটি হয়।
বর্তমানে কোভিড ১৯ করোনা ভাইরাসে রাজ্য জর্জরিত পরিস্থিতির কারণে রাখির পরিবর্তে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও সভাধিপতি। পথচলতি সাধারণ মানুষকে মাস্ক দিয়ে, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ দেওয়া হল।