-Advertisement-

‘এটা ঠিক হয়নি’ , অসন্তোষ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার , সুশান্ত-তদন্তে বিহারের অফিসারকে মুম্বইয়ে কোয়ারানটিনে –

দেশের খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে যাওয়া বিহারের আইপিএস অফিসারকে জোর করে কোয়ারানটিনে রাখা হয়েছে মুম্বইয়ে। এমনই অভিযোগ করেছিলেন বিহার পুলিশের ডিজি। সেই ঘটনায় এ বার তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বললেন, ‘এটা ঠিক নয় ‘। বাহিনী তাদের কর্তব্য পালন করছে।’

-Advertisement-


বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক সাংবাদিক বৈঠকে জানান : ‘এ বিষয়ে ডিজিপি আমায় জানিয়েছেন। ওখানকার কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন। অফিসারের সঙ্গে যেটা হয়েছে, তা ঠিক নয়।’ বিহারের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘এটা কোনও রাজনৈতিক ব্যাপার নয়। এটা বিহার পুলিশের আইনি দায়িত্ব। আর তারা তাদের ডিউটিই করছে।’
বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে অভিযোগ করেছেন, সুশান্তের মৃত্যুর তদন্তে মুম্বইয়ে যাওয়া পাটনার আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে জোর করে কোয়ারানটিনে রেখেছে মুম্বই প্রশাসন। পাটনায় সুশান্তের বাবার করা মামলার তদন্তে বিনয়ের নেতৃত্বে বিহার পুলিশের একটি দল মুম্বই গিয়েছে। সুশান্তের আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে কি না, সেই অভিযোগ খতিয়ে দেখার কথা তাদের।
অন্যদিকে মুম্বই পুলিশের দাবি সুশান্তের মৃত্যুর তদন্ত করার কোনও এক্তিয়ারই নেই বিহার পুলিশের ।
বিহার পুলিশের ডিজিপি ট্যুইটে অভিযোগ করেছেন, ‘পুলিশের একটি দলকে নেতৃত্ব দিয়ে পাটনা থেকে মুম্বই পৌঁছন বিনয় তিওয়ারি। তবে রাত ১১টায় তাঁকে BMC আধিকারিকরা জোর করে কোয়ারানটিনে রেখেছেন। অনুরোধ করা সত্ত্বেও IPS-এর মেসে তাঁকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়নি। গোরেগাঁওয়ের একটি গেস্ট হাউসে আছেন তিনি।’

যদিও এ ব্যাপারে বৃহন্মুম্বই পুরনিগমের বক্তব্য, মুম্বই বিমানবন্দরে অন্তর্দেশীয় বিমানে যে যাত্রীরা আসছেন, তাঁদের জন্য যে নির্দেশিকা রয়েছে, সেই অনুযায়ীই তিওয়ারিকে কোয়ারানটিন করা হয়েছে।

-Advertisement-

AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-