-Advertisement-

বিসিজি কার্যকরী হতে পারে কোভিড নিয়ন্ত্রণে , দাবি গবেষকদের –

আন্তর্জাতিক খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : এবার মার্কিন গবেষকদের দাবি যে করোনা ভাইরাস মোকাবিলায় বিসিজি ভ্যাকসিন প্রচুর কার্যকরী হতে পারে । আমেরিকান অ্যাসোসিয়েশন ফর আদ্ভান্সমেন্ট অফ সাইন্স নামক মার্কিন গবেষক সংস্থার বিজ্ঞানীরা তাদের গবেষণা পত্রে জানিয়েছেন – যেসব দেশে যক্ষা রোগ ব্যাসিলাস ক্যালমেট – গেরিন বা সংক্ষেপে বিসিজি প্রতিষেধক প্রয়োগ করা হয় , সেইসব দেশে করোনা ছড়ানোর প্রথমদিনের সংক্রমণ বা মৃত্যু ,
দুয়েরই হার কম । মার্কিন গবেষকদের মতে ভারত ও চীনের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের যে বিসিজি প্রতিষেধক দেওয়ার প্রথা চালু রয়েছে সেই জন্যই করুণার বিরুদ্ধে প্রাথমিকভাবে শক্তিশালী প্রতিরোধ করতে সক্ষম হচ্ছে নাগরিকরা । শিশু জন্মানোর 15 দিনের মধ্যে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় সদ্যোজাতকে ।
অন্যান্য রোগের বিরুদ্ধে পাঁচিল তুলতে শারীরিক সক্ষম করে বিসিজি ভ্যাকসিন ।
মার্কিন গবেষকরা জানিয়েছেন – মার্কিন যুক্তরাষ্ট্রের বিসিজি নিয়ে গবেষণার ক্ষেত্রে প্রায় 135 টি দেশের প্রতিদিনের কোভিড আক্রান্তের হার ও 134 টি দেশের মৃত্যুর হার নিয়ে সমীক্ষা করা হয় ।
তবে মার্কিন গবেষকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে – করোনা ভাইরাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিসিজি ভ্যাকসিন এর ভূমিকা চোখে পড়লেও এখনই বিসিজি প্রতিষেধককে সঞ্জীবনী হিসেবে মেনে নেওয়াটা ভুল হবে ।
AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-