সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : করোনা আবহের মধ্যে রাজ্য বিদ্যুৎ পর্ষদ যে হারে বর্ধিত বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে চলেছে , একইসাথে এই খারাপ পরিস্থিতির মধ্যে গত ছয় মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে পশ্চিম বর্ধমান সিপিআইএম জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গল বার দুর্গাপুরের বিধাননগরের রাজ্য বিদ্যুৎ পর্ষদের গ্রাহক সেবা কেন্দ্রের কাছে একটি ডেপুটেশন কর্মসূচি করা হয় | পশ্চিম বর্ধমান সিপিআইএম জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার অভিযোগ করেন , ভুয়ো বিল দিচ্ছে পর্ষদ আবার বলতে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো অমানবিক কথাবার্তা বলছেন কর্তৃপক্ষ | একইসাথে অবিলম্বে কোভিড আবহে বিদ্যুৎ বিল মুকুবের দাবী জানিয়ে পঙ্কজবাবু বলেন এরপর সামাজিক দুরুত্ব মেনে আন্দোলনে নামবে দল | মঙ্গলবারের এই কর্মসূচিতে রাজ্য বিদ্যুৎ পর্ষদ দফতরের আধিকারিকদের হাতে একটি স্মারকলিপিও দেওয়া হয় |
করোনা আবহে রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাধারণ মানুষের প্রতি অসহযোগিতার প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ –
-Advertisement-