-Advertisement-

ছিন্ন – ভিন্ন হয়ে গেল লেবানন : বেইরুটে শক্তিশালী ও ভয়ঙ্কর বিস্ফোরণ – মৃত 50 , আহত 2750 জন – দেখুন সেই মর্মান্তিক ভিডিও –

আন্তর্জাতিক খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : লেবাননের রাজধানী বেইরুটের কেন্দ্রস্থলে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল গোটা শহর । লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে 50 জনের ও আহত হয়েছেন 2750 জন । বিস্ফোরণের তীব্রতায় জানলা ভেঙে পড়েছে ।

-Advertisement-

অনেক জায়গায় ধসে গিয়েছে ফ্ল্যাটের বারান্দা বলে সূত্রের খবর । বিস্ফোরণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার স্কেল বিশাল । বিস্ফোরণের তীব্রতায় শহরের একাধিক জায়গা চারিদিকে লন্ডভন্ড হয়েছে । বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে অনেকে ভেবেছিলেন বোধহয় ভূমিকম্প হয়েছে । পোর্ট অঞ্চলে হয়ে এই ব্লাস্ট । সেখানকার গুদামে এই দাহ্য পদার্থ মজুত ছিল বলে সংবাদমাধ্যম জানাচ্ছে। কোনও রাসায়নিক থেকে এই বিস্ফোরণ, তেমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না । 

প্রবল বিস্ফোরণের কারণটি এখনও নিশ্চিত নয় , লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অ্যামোনিয়াম নাইট্রেটের স্টোরগুলি সম্ভবত বিস্ফোরণের কারণ হতে পারে । মার্কিন যুক্তরাষ্ট্র , ফ্রান্স , কানাডা এবং ইস্রায়েল সহ বিশ্বব্যাপী সরকারগুলি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

-Advertisement-

মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিস্ফোরণের ভিডিও । সেখানে দেখা যাচ্ছে যে বড়সড় আওয়াজের সঙ্গে পুরো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ছড়িয়ে পড়ছে এলাকা জুড়ে । একই সঙ্গে একটি বিরাট অগ্নিবলয় সেখান থেকে বেরোতে দেখা যায় ।

-Advertisement-

AG

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-