-Advertisement-

দিলীপ ঘোষকে সরিয়ে বঙ্গ বিজেপি তে নয়া সভাপতির প্রস্তাব , আর.এস.এস এর হস্তক্ষেপ –

পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দিলীপ ঘোষকে এইবার সরিয়ে দিয়ে রাজ্যে নতুন বিজেপি সভাপতির প্রস্তাব পাঠানো আরএসএস । সর্বভারতীয় সংবাদ সংস্থা “টাইমস নাউ” সূত্রে জানা গেছে এমনটাই ।
সংবাদমাধ্যম সূত্রে খবর : একুশের লক্ষ্যে এখনই সভাপতির পদে পরিবর্তন না আসলে বাংলায় বিজেপির ক্ষমতা দখল অসম্ভব হয়ে দাঁড়াবে । এবং সংঘ দিলীপ ঘোষের নেতৃত্বে সন্তুষ্ট নন ।
এর আগে একাধিকবার দিলীপ ঘোষের বেফাঁস মন্তব্য দলকে বিপাকে ফেলেছে একাধিকবার ।
সংবাদমাধ্যম সূত্রের খবর : ইতিমধ্যেই তিনটে নামের প্রস্তাব পাঠানো হয়েছে আরএসএস এর তরফ থেকে । তুলে ধরা হয়েছে পথে বসার জন্য যোগ্য নাম ।

-Advertisement-

AG

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-