-Advertisement-

বয়স্কদের থেকে অনেক বেশি করোনার বাহক শিশুরা , বলছে রিপোর্ট –

আন্তর্জাতিক খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : গোটা বিশ্ব করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত । এই করোনা ভাইরাসের কারণে
মৃতের সংখ্যা 7 লক্ষ ছুই – ছুই । প্রথমে যখন করোনা মহামারী দেখা দেয় তখন মনে করা হতো যে বয়স্কদের তুলনায় নিরাপদ শিশুরা । কিন্তু গবেষণায় উঠে এসেছে অন্য তথ্য । সম্প্রতি রিপোর্ট বলছে শিশুদের আক্রান্তের হার কম হলেও পূর্ণ বয়স্ক ব্যক্তিদের চেয়ে পাঁচ বছরের কম বয়সী শিশুরা তাদের শ্বসনতন্ত্রে বহুগুণ বেশি করোনা ভাইরাস বহন করতে পারে । মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে জানানো হয়েছে সম্প্রতি জামা পেডিয়াট্রাইক্স নামে এক মার্কিন জার্নালে প্রকাশিত এক গবেষণায় চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে ।
তবে শিশুরা করোনা বেশি বহন করতে পারায় তাদের থেকে যদি বয়স্করা সংক্রমিত হয় তাহলে সেটি খুবই আশঙ্কার বিষয় হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ।
বেশ কিছুদিন আগে করোনাভাইরাস নিয়ে করা গবেষণাগুলোতে শিশুদের থেকে এই ভাইরাস ছড়াতে পারে বলে যে তথ্য জানানো হয়েছিল তার পক্ষে কোন প্রমাণ পাওয়া যায়নি ।
গবেষকরা জানিয়েছেন শিশুদের থেকে করোনা সংক্রমনের বিষয়টি নিয়ে পরিষ্কার হতে পারলে এটি জনসাস্থ গাইডলাইন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত রবার্ট এইচ চিলড্রেন হসপিটাল এবং এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি একটি যৌথ গবেষকদল গবেষণার জন্য আমেরিকার শিকাগো , ইলিনয়েস এর বহিরাগত এবং হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি হওয়ার শিশু এবং পূর্ণ বয়স্ক দের কাছ থেকে নমুনা সংগ্রহ করে । গবেষণায় এক মাস থেকে শুরু করে 65 বছর পর্যন্ত করোনা আক্রান্ত রোগী যারা মৃদু অথবা মাঝারি উপসর্গে ভুগছেন তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয় ।
AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-