সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বাড়িতে বড়ই অভাব , এমতাবস্থায় পরিবারে প্রয়োজন একটা কাজ | তাই পরিবারের এই অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাড়ির বাবা – মায়ের আদোরের ছেলে রাহুল , তাই পরিবারের কাউকে না জানিয়েই কোনোরকমে একটা কাজের জোগাড় করেছিল দুর্গাপুরের রাতুড়িয়া অঙ্গদপুর শিল্প তালুকের একটি বেসরকারী কারখানায় | রাহুল ভেবেছিলো পরিবারের সকলকে কাজের কথা হঠাতই শুনিয়ে একটা বড় আনন্দের খবর দেবে | কিন্তু আর হলোনা রাহুলের সেই সুসংবাদ তার পরিবারকে ইহলোকে থেকে দেওয়ার | রাহুলের প্রথম কাজের দিনই হলো তার জীবনের অন্তিম দিন | সূত্র থেকে জানাগেছে চলতি বছরেই উচ্চমাধ্যমিক পাশ করেছে দুর্গাপুরের ডিটিপিএস কলোনির বাসিন্দা রাহুল | পরিবারে ছিল চরম অর্থসংকট , একমাত্র ওই পরিবারে রাহুলের দাদাই কাজ করতো | তার উপরেই নির্ভরশীল ছিল পুরো পরিবার | তাই পরীক্ষার ফল বেরনোর পর থেকেই চাকরির খোঁজ শুরু করে রাহুল | দুর্গাপুরের শিল্পতালুক রাতুরিয়া-অঙ্গদপুর এর একটি কারখানায় কাজ পেয়েও যান | কিন্তু বাড়িতে বিষয়টি জানায়নি রাহুল | সে হয়তো ভেবেছিলো যে বুধবার কাজে যোগ দেওয়ার পর বাড়ি ফিরে সবটা বলবে। পরিকল্পনামাফিক এদিন কাজেও জায় সে | কিন্তু সেখানেই ঘটে দুর্ঘটনা। প্রবল বৃষ্টির মধ্যে রঙের কাজ করতে গিয়ে কারখানার ভিতরই বিদ্যুৎপৃষ্ট হয় রাহুল | প্রথম দিনের প্রথম কাজই রাহুলের জীবনের অন্তিম কাজ হয়ে যায় | ওই কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় রাহুলের | রাহুলের এই হঠাৎ মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
সংসারের অভাব দূর করতে কাজে যোগ দেওয়ার প্রথম দিনই বিদ্যুৎপৃষ্ট হয়ে কর্মস্থলে প্রাণ হারালো দুর্গাপুরের রাহুল –
-Advertisement-