-Advertisement-

দুর্গাপুরের শ্যামপুরে অবৈধ বালি বোঝাই লরির ধাক্কায় প্রাণ হারালো এক ব্যক্তি :

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ : দুর্গাপুরের শ্যামপুর সংলগ্ন রাস্তা দিয়ে যেভাবে বেপরোয়া বালি বোঝাই লরিগুলি লাগামহীন গতিতে প্রতিনিয়ত যাতায়াত করে , যেকোনও মুহূর্তেই ঘটে যেতে পারে বড়োসড়ো দুর্ঘটনা | কথায় আছে ‘ যা রটে তাই ঘটে ‘ , আর হলোও ঠিক তাই | বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের রবীন্দ্রপল্লি নিবাসী এক ব্যক্তি বাজার করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন | সেই সময়েই একটি বালি বোঝাই লরি বেলাগাম গতিতে এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারে | লরির ধাক্কায় ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয় | এলাকাবাসীদের অভিযোগ যে প্রতিদিনই এই রাস্তা দিয়ে বালি বোঝাই লরি গুলি বেপরোয়া গতিতে যাতায়াত করে |

-Advertisement-

যার ফলে প্রতিনিয়তই এই রকম দুর্ঘটনা ঘটে এই এলাকায় | কিন্তু এই বিষয়টিতে কোনোরূপ নজর দিচ্ছেনা স্থানীয় প্রশাসন | দুর্গাপুরের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায় জানিয়েছেন যে , ওভারলোড বালির লরি যাতায়াত করেই এই রাস্তাটা খারাপ করে দিচ্ছে | যার ফলে ক্রমশ প্রতিনিয়ত দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে | অবিলম্বে এই অবৈধ ওভারলোডেড বালির গাড়ির বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরুর দাবী জানিয়েছেন চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায় | এই ঘটনায় ঘাতক লরিটির চালক ও খালাসীকে স্থানীয় কোকওভেন থানার পুলিশ আটক করেছে |

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-