-Advertisement-

করোনা ভাইরাস টেস্টিং রিপোর্ট নেগেটিভ বাঙ্গুরে , অপরদিকে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট পজেটিভ রোগী –

পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বিভিন্ন রোগীকে সরকারি হাসপাতাল গুলির কার্যকলাপে অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে ।
ঘটনার সূত্রপাত এম আর বাঙ্গুর হাসপাতাল থেকে । এম আর বাঙ্গুর হাসপাতালের জরুরি বিভাগের টিকিটে নেগেটিভ কিন্তু আবার অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে পজেটিভ । এইরকম ঘটনার পর স্বাভাবিকভাবে বিস্মৃত হয়ে বয়সী বৃদ্ধ ও তার পরিবার ।
পরিবার সূত্রে খবর জ্বর ও মাথা ব্যথার সমস্যা নিয়ে 28th July ছেলের সাথে বাঙ্গুর হাসপাতালে ফিফার ক্লিনিকে যান ওই বৃদ্ধ । করোনা সন্দেহে তার লালারসের নমুনা সংগ্রহ করা হয় ।
সেই দিনই জরুরি বিভাগের টিকিটে তার রিপোর্টে আশে কোভিড নেগেটিভ । কিন্তু আবার মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য দফতরের এক ফোনেই পাল্টে যায় সবকিছু । রোগীর ছেলেকে ফোনে এক প্রতিনিধি জানান তাদের কাছে আসা তথ্য
অনুযায়ী তার বাবা কোভিড পজেটিভ আপাতত তিনি এখন বাড়িতে চিকিৎসাধীন ।
সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে রাজ্যের প্রথম সারির এক কোভিড হাসপাতালে এমন গাফিলতি কি করে হলো ?
বুধবার এম আর বাঙ্গুরের সুপার ডাক্তার শিশির নস্কর নিজেদের ভুলের কথা জেনে নিয়ে জানান বৃদ্ধের করোনা রিপোর্ট পজিটিভ । স্বাস্থ্য দপ্তরের ঠিক রিপোর্ট দিয়েছে হাসপাতালে গাফিলতি বৃদ্ধকে ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল । তাকে খুঁজতে রোগীর পরিবার সাহায্য করলে সুবিধা হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । তারা যদি চান তবে এখনই রোগীর ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে ।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-