-Advertisement-

আবারো দলবদল ! বিজেপি রাজ্য সভাপতি বিধায়কদের ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন ? উঠছে প্রশ্ন –

পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : ফের রাজ্যে দলবদল । এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর । বৃহস্পতিবার বহরমপুরের টেক্সটাইল মোড়ে এক জনসভায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের চেয়ারম্যান সুব্রত সাহা ।
প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য – “আমি তৃণমূল দলটাই এবার করতে চাই। যতদিন বাঁচবো ততদিন তৃণমূল দলে থাকব।”
প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর ২০১১ সালে কংগ্রেসের টিকিটে রেজিনগর থেকে বিধায়ক হন । এরপর হাত শিবিরে মনোমালিন্য হয় তাঁর। কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নেন হুমায়ুন কবীর । ২০১২ সালের নভেম্বরে তিনি ঘাসফুল শিবির অর্থাৎ তৃণমূলে যোগ দেন । মন্ত্রিত্বও পান তিনি । এরপর উপ নির্বাচনে রেজিনগর থেকে হেরে যান তিনি সাথে – সাথে মন্ত্রিত্ব পদ চলে যায় তাঁর । সেই সময় তৃণমূলের সাংগঠনিক পদ সামলাতেন তিনি । তবে সেখানেও একই সমস্যা । তৃণমূল রাজ্য নেতৃত্বের সঙ্গে মতবিরোধ তৈরি হয় তাঁর । তৃণমূল থেকে বহিষ্কার করা হয় হুমায়ুন কবীরকে ।
তবে লোকসভা নির্বাচনের আগে ফের দলবদল করেন । কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন এবং দলে যোগদান করেন । লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপির প্রার্থীও হন । তিনি ভোট পান প্রায় আড়াই লক্ষ ।
কিন্তু আচমকাই এন.আর.সি ইস্যু সামনে আশাতেই উত্তপ্ত হয় পুরো মুর্শিদাবাদ । আর ঠিক সেই সময়ই গেরুয়া শিবিরে ছাড়ার কথা জানান হুমায়ুন কবীর ।
রপর বৃহস্পতিবার ফের তৃণমূলে যোগ দেন তিনি। যোগদানের পর তিনি বলেন, “আমি তৃণমূল দলটাই এবার করতে চাই। যতদিন বাঁচবো ততদিন তৃণমূল দলে থাকব।”
বিজেপি রাজ্য রাজনীতিতে উঠছে প্রশ্ন তাহলে কি দিলীপ ঘোষ বিধায়কদের ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন ? সম্প্রতি সূত্রের খবর উনি এখন নিজের লবী নিয়ে বেশি চিন্তিত ।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-