-Advertisement-

কেরালায় বিমান দুর্ঘটনা , বিমান ভেঙে যাওয়ার পরে পাইলট ও কো -পাইলট সহ 16 জনের মৃত্যু –

দেশের খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : পুলিশ সূত্রে খবর : শুক্রবার ভারী বৃষ্টির মধ্যে কেরালার কোজিকোডে অবতরণের সময় দুবাই থেকে ১৯১ জন প্যাসেঞ্জার নিয়ে আসার সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট IX 1344 বিমানটি রানওয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি ভাগে ভেঙ্গে যাওয়ার পরে পাইলট ও কো -পাইলট সহ 16 জনের মৃত্যু । কর্তৃপক্ষের সূত্রে খবর : প্লেনের ভেতরে থাকা যাত্রীদের বেশিরভাগকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কমপক্ষে ৫০ জন আহত এবং গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে ।

-Advertisement-

বিমানের ভেতরে 174 জন যাত্রী সহ 10 জন শিশু , দুজন পাইলট এবং 5 জন কেবিন ক্রু সদস্য ছিলেন । বিমানটি ভন্দে ভারত প্রোগ্রামের অংশ ছিল যা করোন ভাইরাস মহামারীর মধ্যে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনছিল । টেলিভিশন চিত্রগুলিতে বোয়িং 737 জেটের ফিউজলেজের অংশটি দেখা গেছে – যে পুরো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে রয়েছে । সন্ধ্যা 7:40 টার সময় ওই অঞ্চলে খুব ভারী বৃষ্টিপাতের মধ্যে এই ঘটনা ঘটে । জরুরী পরিষেবা কর্মীদের অন্ধকারে কাজ করা এবং জলের সাথে ধ্বংসস্তূপ স্প্রে করতে দেখা গেছে ।ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার 24 অনুসারে , বিমানটি বিমানবন্দরে বেশ কয়েকবার প্রদক্ষিণ করেছিল এবং খারাপ আবহাওয়ার জন্য দুইবার অবতরণের চেষ্টা করে ।

AG

-Advertisement-

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-