-Advertisement-

লকডাউনে হাওড়াতে পুলিশের নাকা চেকিং চলছে , ডকুমেন্ট ও কাগজ দেখার পর গাড়ি ছাড়া হচ্ছে –

শিরোনাম এই মুহূর্তে হাওড়া

লকডাউনে হাওড়াতে পুলিশের নাকা চেকিং চলছে, ডকুমেন্ট ও কাগজ দেখার পর গাড়ি ছাড়া হচ্ছে। এসেন্সিয়াল এর গাড়ি গুলকে ছাড়া কোনো গাড়ি ছাড়া হচ্ছে না।

-Advertisement-


কঠোর ভাবে লকডাউন পালন কড়াচ্ছেন কলকাতা পুলিশ। বিনাকারণে রাস্তায় বের হলেই তাদের আটক করা হচ্ছে। শহরের একাধিক জায়গায় পুলিশ মোতায়নের ফলে লোকজন লকডাউন মানতে বাধ্য হচ্ছেন। রাস্তায় কাউকে গাড়ি নিয়ে দেখলেই পুলিশ তাদের কাগজ খতিয়ে দেখছেন।

তাই আগের তুলনায় এখন বিনা কাজে বের হওয়া মানুষের সংখ্যা নেই বললেই চলে। তবুও দু-এক জন বিভিন্ন ছুতোয় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও বের হচ্ছে রাস্তায়।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-