-Advertisement-

লক ডাউনে শুনশান শিল্পনগরী দুর্গাপুর :

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ : চলছে করোনা আবহ সর্বত্র , সংক্রমণ এর পারদ স্তম্ভ লাফিয়ে লাফিয়ে চড়ছে দিনের পর দিন | করোনা সচেতনতায় ওয়াকিবহাল সকলেই , কিন্তু কোথাও যেন একটা বৃহৎ সচেতনতার ফাঁক থেকেই যাচ্ছে আমজনতার মধ্যে | রাস্তা , ঘাট , বাজার , হাট অধিকাংশই একাধিকবার ধরা পড়েছে একাধিক অসচেতনতার চিত্র সর্বত্র | কোথাও মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব আবার কোথাও বা মুখে মাস্ক ছাড়া বিচরণ সর্বত্র |

-Advertisement-

কিন্তু প্রশাসন করোনা সচেতনতা নিয়ে তৎপর সর্বত্র | রাজ্য সরকার করোনা সচেতনতার নিদর্শন হিসেবে একইসাথে আমজনতাকে এই বিষয়ে সচেতন করাতে একাধিক সচেতনতার বিধি – নিষেধ প্রয়োগও করেছেন রাজ্যব্যাপী | কিন্তু মানুষ এর একটা খামতি যেন কোনও একটা জায়গায় রয়েই গেছে |

প্রয়োজন আরও বেশি করে সচেতন হওয়ার বোধ বৃদ্ধি করাতে আমজনতার মধ্যে | করোনা সংক্রমণ যাতে অধিক পরিমানে বিস্তারলাভ নাকরে , তার জন্য রাজ্য সরকার লক ডাউনের মতো পথও বেছে নিয়েছে সারা রাজ্যব্যাপী বিশেষ বিশেষ কয়েকটি দিনে | এই দিন গুলোতে সারা রাজ্যব্যাপী করা সম্পূর্ণ রূপে লক ডাউন | এই দিনগুলোতে করেছে কঠোর বিধি – নিষেধ আমজনতার লক ডাউন যথাযত ভাবে পালন করার জন্য | তৎপর প্রশাসন সর্বদা সর্বক্ষণ এই লক ডাউনের দিনগুলোতে সারা রাজ্যব্যাপী | অনুরূপ দুর্গাপুরের বিভিন্ন জায়গায় শনিবারের রাজ্যব্যাপী লক ডাউনের দিনে দেখা গেলো এক অন্য রকম চিত্র আর পাঁচটা সাধারণ দিনের তুলনায় |

-Advertisement-

শুনশান শহর দুর্গাপুরের বিভিন্ন এলাকার ব্যস্ততম জায়গাগুলি শনিবার যেন এক ফাঁকা ও মরুভূমির মরীচিকার মতন তাকিয়ে আকাশ পানে | পুলিশ প্রশাসনের তৎপরতা সর্বত্রই দেখাগেছে খুবই কঠোর | একইসাথে লক ডাউন অমান্য করাতে অনেক মানুষকেও আটক করেছে পুলিশ প্রশাসন | জরুরি পরিষেবা ছাড়া সব ক্ষেত্রেই রয়েছে পুলিশ তৎপর যাতে কেউ কোনও মতেই লক ডাউন অমান্য করতে না পারে | এক কথায় বলতে গেলে শনিবারের এই লক ডাউন শহর দুর্গাপুরে যথাযত ভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত পালিত হচ্ছে |

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-