সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দাম্পত্য অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করলেন বাড়ির বউ । ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার বগাখালি এলাকায় । মৃতার নাম রেনুকা সরদার , বয়স 53 । বিষ্ণুপুর থানা সূত্রে খবর : মৃতার স্বামী বিমল সরদার দৃষ্টিহীন । রেনুকা সরদার তার স্বামীকে নিয়ে দিন যাপন করছিলেন । শুক্রবার রাতে তরকারিতে কেন ঝাল এবং নুনের পরিমাণ কম ? এই নিয়ে রেনুকা দেবি কে গালিগালাজ করেন স্বামী , দুজনের মধ্যে তুমুল ঝগড়া সৃষ্টি হয় । তারপরই আত্মহত্যার করার জন্য বিষ খেয়ে নেন রেনুকা দেবি ।
-Advertisement-