-Advertisement-

রবিবার ৯ ই অগাস্ট দুপুর ১২ টায় দুর্গাপুর এর প্রাণ কেন্দ্র সিটি সেন্টার এ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন-

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ : রবিবার ৯ ই অগাস্ট দুপুর ১২ টায় দুর্গাপুর এর প্রাণ কেন্দ্র সিটি সেন্টার এ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি ইনফরমেশন কিয়স্ক এর শুভ উদ্বোধন করেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী | একইসাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গপপুরের মহানাগরিক দিলীপ অগস্তি ও আরোও বিশিষ্ট ব্যক্তিবর্গ | এই টিকিট বুকিং কেন্দ্রগুলি দক্ষিণবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হবে | যা জনসাধারণের জন্যে বাস যাত্রাপথের বিভিন্ন তথ্য সহজ লভ্য পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ |

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-