সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : এবারে করোনা আক্রান্ত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নিজের অসুস্থতার কথা তিনি জানিয়েছেন ট্যুইট করে।
প্রণব মুখার্জির বর্তমানে বয়েস ৮৪ বছর। স্বাভাবিক ভাবেই অনেকের মধ্যেই বাড়ছে উদ্বেগ। আজ সোমবার দুপুর সোয়া একটা নাগাদ নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি পোস্ট করেন, ‘অন্য একটি কারণে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে আমার করোনা পরীক্ষা করানো হয়।
রিপোর্ট পজিটিভ এসেছে। আমি অনুরোধ করছি, গত কয়েক সপ্তাহে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা দয়া করে নিজেদের আইসোলেট করুন এবং সময়মতো করোনা পরীক্ষা করিয়ে নিন।’
২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি।
…AG