-Advertisement-

মাউন্ট সিনাবাং : ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ফেটে মাইল উঁচুতে ছাই , প্লুমের নীচে গ্রামগুলিকে অন্ধকারে ঢেকে দিয়েছে –

আন্তর্জাতিক খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার এক বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণ 3 মাইল (5 কিলোমিটার) আয়তনের মধ্যে বিশাল ছাই এবং ধূলিকণা আকাশে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় গ্রামগুলিকে অন্ধকারে ঢেকে দিয়েছে । উত্তর সুমাত্রার মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরিটি সোমবার ভোরে উদয় হয়েছিল , ছাইয়ের পুরু স্তরগুলি গর্ত থেকে 12 মাইল অবধি ঢেকে দিয়েছিল । ইন্দোনেশিয়ার ভলকোলজি অ্যান্ড জিওলজিকাল হ্যাজার্ড মিটিগেশন সেন্টারের মতে, অগ্নুৎপাতের ফলে এখনও পর্যন্ত কোনও হতাহত বা আহত হওয়ার খবর নেই ।
লোকজনকে crater’s mouth থেকে কমপক্ষে তিন মাইল দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং লাভার বিপদ সম্পর্কে সচেতন হওয়া উচিত , সংস্থাটি জানিয়েছে ।

-Advertisement-

AG

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-