সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে একদিনে তিন চিকিৎসকের মৃত্যু হল বাংলায় । মৃত চিকিৎসকের নাম হিমাদ্রি সেনগুপ্ত, তপন সিংহ এবং প্রদীপ ভট্টাচার্য তিনজনেরই চিকিৎসা চলছিল বিভিন্ন বেসরকারি হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাদের মৃত্যু হয় ।
দেশে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল। কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫৩ হাজার ৬০১ জন। দেশে একদিনে করোনায় মৃতের সংখ্যা ৮৭১। দেশে মোট আক্রান্ত ২২ লক্ষ ৬৮ হাজার ৬৭৬ জন। দেশে কমল দৈনিক সুস্থতার হারও। একদিনে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৭৪৬ জন। দেশে মোট সুস্থ ১৫ লক্ষ ৮৩ হাজার ৪৮৯। তবে আজও দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ভারত ।