সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু। সংঘর্ষে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 60 পুলিশকর্মী। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার 149 । শহরে জারি করা হয়েছে 144 ধারা।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্ত জানিয়েছেন, ডিজে হলি ও কেজি হলি এলাকায় সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ কমিশনার সহ একাধিক পুলিশ আহত হয়েছেন ।
প্রসঙ্গত, সংঘর্ষের সূত্রপাত কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। গতকাল ফেসবুকে একটি ‘বিতর্কিত’ পোস্ট করেন নেতার ভাগ্নে ।
তারপরই, পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে। রাতে মূর্তির বাসভবনের সামনে জড়ো হয়ে হামলা চালায় একদল বিক্ষোভকারী। বাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। ২-৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর, ডিজে হাল্লি থানায় গিয়ে ভাঙচুর চালায় হামলাকারীরা। বিধায়কের বাড়ির কাছে পার্ক করা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় ।
ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই বলেন, ঘটনার তদন্ত করা হবে। তবে, হিংসা ও ভাঙচুর বরদাস্ত করা হবে না। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে ।
…AG