সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সম্প্রতি দুর্গাপুর মহকুমা হাসপাতাল খবরের শিরোনামে একপ্রকার একটা স্থায়ী জায়গা রেখেই চলেছে | সম্প্রতি দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির জেরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠছে | যদিও পুরো অভিযোগটি একপ্রকার ‘ শাক দিয়ে মাছ ঢেকেছে ‘ দুর্গাপুর মহকুমা হাসপাতাল কতৃপক্ষ | সূত্রের খবর অনুযায়ী জানতে পরাগেছে , খনি অঞ্চল উখরার এক বাসিন্দা বিষ্ণু মাঝি অসুস্থ হয়ে পড়ায় গত সোমবার প্রথমে উখরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন | সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক ওই যুবকের পরিবারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিষ্ণুকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। যুবকের পরিবারের অভিযোগ হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রায় ঘণ্টা চারেক কেটে গেলেও কোনো চিকিৎসক না আসায় কার্যত এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হয়ে ওই ব্যক্তি বিষ্ণুর | এই ঘটনার জেরে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়েন ওই যুবকের পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীরা। তাঁরা হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানান সাথে এও বলেন যে এই ঘটনার তদন্ত করতে হবে না হলে তাঁরা নিজেদের মতো করে উপযুক্ত ব্যবস্থা নেবেন | এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার ইন্দ্রজিৎ মাজি জানান যে বিষ্ণু মাঝি নামে ওই যুবক হাসপাতালে ভর্তি হয়েছিল আর তাঁর যতটা চিকিৎসা করা সম্ভব তা করাও হয়েছিল। হাসপাতাল সুপার জানিয়েছেন ওই রোগীর ক্ষেত্রে কোনও চিকিৎসার গাফিলতি হয়নি হাসপাতালের তরফ থেকে | তিনি একইসাথে জানিয়েছেন যে এই পুরো ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে |
শিরোনামে ফের দুর্গাপুর মহকুমা হাসপাতাল , রোগী মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য –
-Advertisement-