-Advertisement-

‘বাবা বেঁচে আছেন, মিডিয়া এখন ফেক নিউজের কারখানা হয়ে গিয়েছে , ‘ ট্যুইট প্রণব-পুত্র অভিজিতের –

দেশের খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে ট্যুইটারে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রণববাবুর ছেলে অভিজিত্‍ মুখোপাধ্যায়৷ মিথ্যে রটনার বিরুদ্ধে ক্ষুব্ধ অভিজিতের ট্যুইট, ফেক নিউজের কারখানা হয়ে গিয়েছে ভারতের মিডিয়া ৷

-Advertisement-

দিল্লির সেনা হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় রয়েছেন প্রণববাবু৷ তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি৷ সোমবার সকালে ডান হাত অবশ বোধ করতে থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ ডাক্তাররা জানান, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে৷ অপারেশন করে বের করতে হবে৷ অপারেশনের আগে প্রাক্তন রাষ্ট্রপতির কোভিড টেস্ট হয়৷ সেই রেজাল্ট পজিটিভ আসে৷ সোমবার অপারেশনের পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন প্রণববাবু৷

এ দিন অভিজিত্‍ ট্যুইটারে লেখেন, ‘আমার বাবা এখনও বেঁচে আছেন৷ হৃদযন্ত্র কাজ করছে৷ একজন নামী সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় জল্পনা ও ভুয়ো খবর ছড়াচ্ছে৷ এর থেকে বোঝা যাচ্ছে, ভারতের মিডিয়া এখন ফেক নিউজের কারখানা হয়ে গিয়েছে৷’

-Advertisement-

সোমবার দিন তাঁর অস্ত্রোপচার হওয়ার পরেই চিকিৎসকরা জানিয়েছিলেন প্রণববাবুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ৯৬ ঘণ্টা চাই। এ দিন অর্থাৎ বৃহস্পতিবার সেই ৯৬ ঘণ্টা পূর্ণ হবে।

-Advertisement-

…AG

সৌজন্যে – News 18 Bangla

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-