সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সুন্দরবনের পীরখালি ৪ নম্বরে জঙ্গল লাগোয়া হলদি খালে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত হরিপদ মন্ডল(৪০) নামের এক মৎস্যজীবী। সঙ্গী সাথীরাই বাঘের মুখ থেকে ওই মৎস্যজীবীর দেহটি গোসাবার বালি গ্রামের বাড়িতে নিয়ে এসেছে।
বালি ৯ নম্বর গ্রাম থেকে ভাগীরথ মণ্ডললের নৌকায় চেপে হরিপদ মন্ডল স্থানীয় তিন প্রতিবেশি প্রশান্ত মণ্ডল, প্রণব মণ্ডল এবং অরবিন্দ মন্ডলের সাথে রওনা হয়েছিল নদী লাগোয়া খাড়ীতে মাছ ধরতে। এদিন সকাল হতেই দলটি যখন মাছ ধরার জন্য তোড়জোড় শুরু করে দেয় তখন হরিপদ বাবু নৌকা থেকে জাল জঙ্গলের গাছে বাঁধার সময় একটি বাঘ ঝোপঝাড়ের মধ্যে থেকে লাফিয়ে পড়ে সরাসরি ঘাড়ে কামড় বসিয়ে দিয়ে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই নৌকায় থাকা বাকি মৎস্যজীবীরা রীতিমতো লড়াই করে, সেই ঘটনায় আহত হয় প্রশান্ত মণ্ডল। বাঁধার মুখে পড়ে বাঘটি শেষমেশ শিকার ছেড়ে জঙ্গলে পালিয়ে যায়। এরপর ওই মৎস্যজীবীর দেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসে বাকি সঙ্গীরা। গৃহকর্তাকে অকালে হারিয়ে কান্নায় ভেঙে পরে স্ত্রী রীতা মণ্ডল ও কলেজ পড়ুয়া ছেলে অর্পণ। পরে মৎস্যজীবীর দেহটি গ্রাম থেকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় গোসাবা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় প্রশান্ত মণ্ডলকে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।