-Advertisement-

বেকার সমস্যা কি দূর করতে আরএসএস প্রধানের এই চিন্তা ভাবনা ? স্বদেশী অর্থ বিদেশী পণ্য বয়কট নয় : ভাগবত

দেশের খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : করোনায় যখন মানুষের ভাবাচ্ছে কি করে পেট চালাবে ? কোথা থেকে ইনকাম আসবে ? ব্যবসা কিভাবে চলবে ? বেকার সমস্যার সমাধান কিভাবে হবে ? ঠিক সেই সময়ই দেখা গেল আর এস এস প্রধানের গলায় : স্বদেশী অর্থ বিদেশী পণ্য বয়কট নয় – ভাগবত ।

-Advertisement-

দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত স্লোগানের ডাক দিয়েছেন । এতে শংকিত বিদেশি শিল্প সংস্থা গুলি । সেই সংখ্যা বিনিয়োগের ক্ষতি করতে পারে । এ কথা মাথায় রেখেই আত্মনির্ভর ভারত প্রসঙ্গে সংঘের ভাবনা স্পষ্ট করলেন সরসংঘচালক মোহন ভাগবত । আরএসএস প্রধান এর মতে স্বদেশীয় প্রচার আর বিদেশী পণ্য বয়কট এক নয় । বুধবার এক ভার্চুয়াল বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এই বার্তা দিয়েছেন । ভাগবত বলেন আমাদের স্বদেশী মানে যে বিদেশী সবকিছু বর্জন করা এমনটা একদমই নয় । আমাদের জন্য যা উপযুক্ত ভারত তাই আমদানি করবে । তবে সেটা আমাদের শর্ত অনুযায়ী হবে । স্বদেশের মূল অর্থ হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্য সামগ্রী কে অগ্রাধিকার দেওয়া । কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় দেশে সেই পণ্য উৎপাদিত হলেও আমরা তার দিকে নজর দিই না । বিদেশি জিনিস কিনি , এই মানসিকতা বদলাতে হবে ।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-