সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : কলকাতায় রেড রোডে 15 ই আগস্টের প্রস্তুতি শুরু হয়েছে। সেখানে বাধা হচ্ছে মঞ্চ। যেখান থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করবেন মাননীয় অতিথিরা।
গোটা রেড রোড ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। শুধু তাই নয় ইন্দিরা গান্ধী সরণীতে কুচকাওয়াজের সময় নজরদারি চালাতে বানানো হয়েছে ওয়াচ টাওয়ার। রেড রোডে আগামী কয়েকদিন থাকছে নজরদারির বিশেষ কমান্ডো বাহিনী ও কন্ট্রোল রুম।
এ ছাড়া ড্রোনের মাধ্যমে রেড রোডে নজরদারি চালাবে লালবাজার। পাশাপাশি সেনাবাহিনীর নজরদারিও থাকবে।