সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বেহালা জেমসলং সরণির ওরিয়েন্ট ডে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ। অভিভাবকদের দাবি লকডাউন চলাকালীন সময়ে তারা কেবলমাত্র টিউশন ফি ছাড়া এক্সাম ফি, কম্পিউটার ফি, বিদ্যুতের ফি দেবেন না। এগুলো স্কুল কর্তৃপক্ষকে মুকুব করতে হবে।
-Advertisement-
কিন্তু কর্তৃপক্ষ অনর, সম্পূর্ণ ফি নেওয়ার পক্ষে। তাই আজ অভিভাবকদের একটি অংশ ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ও তার পাশাপাশি জেমসলং সরণি রোড অবরোধ করে।
যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা স্থলে বেহালা থানার পুলিশ আসে।
-Advertisement-