সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : করোনা আবহে সকলেই কঠোর ভাবে আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে জীবন ধারণ করছে | আগের থেকে অনেকটাই শিথিল হয়েছে সরকারী বিধি – নিষেধ , কিন্ত এখনও অসংখ্য এমন অনেক অভিভাবক আছেন যারা বর্তমান পরিস্থিতিতে আর্থিক দিক থেকে সক্ষম হয়ে ওঠেননি |
এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন বেসরকারী ইংলিশ ও বাংলা মাধ্যম স্কুল গুলি ও অভিভাবকদের থেকে মোটা অংকের স্কুল ফী একাধিকবার বিভিন্নভাবে দাবী করে আসছে | যখন কিনা গত প্রায় ছয় মাস যাবৎ সমস্ত স্কুলগুলি সম্পূর্ণ ভাবে করোনা সংক্রমণের জন্য বন্ধ রয়েছে | এই দাবিতে একাধিকবার সোচ্চার ভাবে ক্রমাগত এই স্কুল কতৃপক্ষের অমানবিক আচরণের বিরুদ্ধে একত্রিতভাবে আন্দোলন করে আসছে দুর্গাপুরের অভিভাবক সমন্বয় কমিটি | প্রশাসনিক স্তরের থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ পর্যন্ত অভিভাবকদের সমন্বয় কমিটি করোনা আবহে শুধুমাত্র টিউশন ফী ছাড়া আর অন্য কোনও অতিরিক্ত অর্থ নেওয়া যাবেনা , এই দাবিতেই আন্দোলন করে আসছিলো | কিন্তু এইসব ক্ষেত্রে কোনও আশানুরূপ ফল না হওয়ার ফলে শুক্রবার দুর্গাপুর অভিভাবক সমন্বয় কমিটির পক্ষ থেকে সকল অভিভাবকদের সাথে নিয়ে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে একটি মৌন মিছিল শুরু হয় ও এই মিছিলটি দুর্গাপুর প্রশাসনিক ভবন পর্যন্ত এসে শেষ হয় | অভিভাবক সমন্বয় কমিটির পক্ষ থেকে আজ মিছিলের পর মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর কথাও জানানো হয়।