সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : ১৪ আগস্ট রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে ‘কন্যাশ্রী দিবস’। এই উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুর প্রশাসনিক ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পি উলগানথ, জেলা সভাধিপতি সামীমা সেখ সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। এই অনুষ্ঠানে জেলার তিনটি বিদ্যালয় ও তিনটি কলেজকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
ক্যানিং ১ এর দ্বারীকা নাথ বালিকা বিদ্যালয়, বারুইপুরের রাসমণি বালিকা বিদ্যালয় ও বাসন্তী জনপ্রিয় বিদ্যালয় কন্যাশ্রীর সংখ্যা নথিভুক্ত করার জন্য পুরস্কৃত হয়। এছাড়াও জয়নগরের ধ্রুবচাঁদ কলেজ, ডায়মনড হারবারের ফকির চাঁদ কলেজ ও সুন্দরবন মহাবিদ্যালয় রুপশ্রী সংখ্যার দিক থেকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। সঙ্গে এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধীকারীকে পুরস্কৃত করা হয়। কন্যাশ্রী সাফল্যের প্রসঙ্গে জেলাশাসক জানান ৪৫১ টি বাল্য বিবাহ আটকানো সম্ভব হয়েছে।